ইসলামে যুদ্ধাপরাধ কী? ও যুদ্ধাপরাধী কারা?

30/10/2011 00:00

শান্তির ধর্ম ইসলামে যুদ্ধের মত সহিংস অবস্থানেও মানবতার এক অতুলনীয় দীক্ষা দিয়েছে অযথা যুদ্ধ ‎ইসলামে কাম্য নয় তাই ইসলামের যত বড় শত্রুই হোক না কেন তাকে প্রথমে সমঝোতার জন্য আহবান ‎করা হবেকিন্তু তারপরও যদি কোন কারণে যুদ্ধ বেঁধে যায় তবে চোরাগুপ্তা হামলা ইসলাম অনুমোদন ‎করেনা বরং শত্রুকে জানিয়ে দিবে যে, আমরা তোমাদের উপর আক্রমণ করব বলা ছাড়াই কারো উপর ‎চোরের মত গিয়ে হামলা করা ইসলাম অনুমতি দেয় না।

 

ইসলামে যুদ্ধাপরাধ কী?

 

১. শত্রুকে ঘোষণা না দিয়ে তার উপর আক্রমণ করা
২. নারী নির্যাতন করা, শারিরিক, মানসিক সর্বক্ষেত্রে
২. শিশু হত্যা করা
৩. পঙ্গু, অচল, বিকলাঙ্গ,এক কথায় অসমর্থ মানুষকে হত্যা করা
৪. যুদ্ধ করেনা বা করতে আগ্রহীও নয় এমন সাধারণ জনগণকে হত্যা করা
তবে যদি উল্লেখিত ব্যক্তিবর্গ অস্ত্র নিয়ে ময়দানে উপস্থিত হয়ে যায় যুদ্ধ করার জন্য, তবে তাদের হত্যা করা অপরাধ নয়
৫. ঘরবাড়ি, আসবাবপত্র জ্বালিয়ে দেয়া, তবে যদি জ্বালিয়ে দেবার মাঝে কোন উপকার নিহিত থাকে তবে ভিন্ন কথা
৬. জন সাধারণের জন্য উপকারী স্থাপনা ধ্বংস করা

 

যুদ্ধাপরাধী কারা?

 

এক কথায় বললে বলা যায়, উল্লেখিত অপরাধে যে সকল ব্যক্তি জড়িত তারাই ইসলামের দৃষ্টিতে যুদ্ধাপরাধী

সুতরাং ইসলামেরদৃষ্টিতে একাত্তরে যারা স্বাধীনতার বিরোধিতা করেছেন তারা সবাই

ইসলামের দৃষ্টিতে যুদ্ধাপরাধী নয় উল্লেখিত অন্যায়ে জড়িত

ছিল তারা অবশ্যই যুদ্ধাপরাধী কিন্তু তৎকালের সকল স্বাধীনতা বিরোধীরা যুদ্ধাপরাধী একথা সঠিক নয়

বরং অনেক স্বাধীনতা বিরোধী ছিলেন, যারা পাকিস্তানকেনিজের দেশ মনে করে দেশ বিভাজ্য হয়ে যাচ্ছে

ভেবে স্বাধীনতার বিরোধিতা করেছেন যদিও তাদের বুঝটি সঠিক ছিলনা কিন্তু তারা কেউ মানবতা

বিরোধী অপরাধে জড়িত ছিলেন না সুতরাং ঢালাওভাবে ৭১ এর স্বাধীনতা বিরোধীদের যুদ্ধাপরাধী

সাব্যস্ত করাটা সমীচিন হবেনা তবে যাদের ক্ষেত্রে অপরাধ প্রমাণিত, স্বীকৃত তাদের দৃষ্টান্তমূলক

শাস্তি কার্যকর করে৭১ এর শহীদদের আত্মিক ক্ষোভ প্রশমিত করা হোক এটাই আমাদের কামনা

 

সোহেল রানা

ব্লগ

30/10/2011 00:00
শান্তির ধর্ম ইসলামে যুদ্ধের মত সহিংস অবস্থানেও মানবতার এক অতুলনীয় দীক্ষা দিয়েছে অযথা যুদ্ধ ‎ইসলামে কাম্য নয় তাই ইসলামের যত বড় শত্রুই হোক না কেন তাকে প্রথমে সমঝোতার জন্য আহবান ‎করা হবেকিন্তু তারপরও যদি কোন কারণে যুদ্ধ বেঁধে যায় তবে চোরাগুপ্তা হামলা ইসলাম অনুমোদন ‎করেনা বরং শত্রুকে জানিয়ে দিবে যে,...

একটি পিটিশন...

পিটিশন ফরম ডাউনলোড

ইভ টিজিং' প্রতিরোধে

This list is empty.

দেশের খবর

এবার ফটোগ্রাফিতে কাজের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ ফােটাগ্রাফি সোসাইটি থেকে সম্মানসূচক (অনারারি) ফেলোশিপ অর্জন করলেন দেশে মডেল ফটোগ্রাফির অগ্রপথিক বরেণ্য মডেল ফটোগ্রাফার চঞ্চল মাহমুদ। একজন ফটোগ্রাফারের বিগত দিনের কর্মকান্ড তথা ফটোগ্রাফির মানউন্নয়নে তার অধ্যাবসায়, চিন্তাধারা ও আন্তরিক চেষ্টার উপর...
<< 1 | 2 | 3 | 4

আমাদের কথা

অবলা জীব যে পরিস্থিতিতে অবোধ্য চিংকার করে ওঠে, সেখানে মানুষই একমাত্র প্রানী যে ধ্বনির পরে ধ্বনি, শব্দের পরে শব্দ বুননে ভাষার শরীর গড়ে তোলে- নানান আঙ্গিকে মনের অজানা ভাবের প্রকাশ ঘটায় ভাষা তাই এক অনবদ্য সৃষ্টি বিশ্বব্যাপী এমন হাজারো ভাষার ভীড়ে বাংলার অবস্থান আবার অনন্য যে ভাষায় কথা বলবার জন্য...

Contact

সোহেল রানা আমি সোহেল রানা সাধারণ বাঙ্গালী ছেলে।আমার স্বপ্ন-ও খুব সাধারণ।বই আমার নিত্য সঙ্গী।গল্প-উপন্যাস, কম্পিউটার ছাড়া এক মুহূর্তও চলেনা।কিন্তু কিছু ক্ষেত্রে নিজেকে বেশ অন্যরকম মনে হয়।মাঝে মাঝে মনে হয়,পৃথিবীর একজন মানুষের সব দুঃখ -ও যদি দূর করতে পারতাম!কিন্তু খোদা আমাকে সেই সামর্থ্য দেন নি,সাধারণ মানুষ হিসেবেই সৃষ্টি করেছেন।তাই কখনো খুব অসাধারন হতে ইচ্ছে করে।নিজেকে অনেক সময়ই বুঝতে পারিনা।চেষ্টা করি খুব।বলা বাহুল্য,বরাবর-ই ব্যর্থ হই।হয়তো খুব কাব্যিক হয়ে গেল,কিন্তু নিজেকে প্রকাশ করতে এর চেয়ে ভাল ভাষা আমার জানা নেই….. সবসময়ই চাই মানুষের পজিটিভ সাইড গুলো উন্মোচন করতে। কারন আজকের সমাজে যে নিন্দিত, তারও ভাল গুন আছে। মানুষের কাজে কর্মে মাঝে মাঝে হতাশ হই। তবুও আবার জেগে উঠি নতুন আশায় +60169135211 sohel_bd32@yahoo.com