সম্মানসূচক ফেলোশিপ পেলেন মডেল ফটোগ্রাফার চঞ্চল মাহমুদ

সম্মানসূচক ফেলোশিপ পেলেন মডেল ফটোগ্রাফার চঞ্চল মাহমুদ


এবার ফটোগ্রাফিতে কাজের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ ফােটাগ্রাফি সোসাইটি থেকে সম্মানসূচক (অনারারি) ফেলোশিপ অর্জন করলেন দেশে মডেল ফটোগ্রাফির অগ্রপথিক বরেণ্য মডেল ফটোগ্রাফার চঞ্চল মাহমুদ। একজন ফটোগ্রাফারের বিগত দিনের কর্মকান্ড তথা ফটোগ্রাফির মানউন্নয়নে তার অধ্যাবসায়, চিন্তাধারা ও আন্তরিক চেষ্টার উপর সার্বিক মূল্যায়নের উপরই এই সম্মানসূচক ডিগ্রী দেয়া হয়। সেই বিবেচনায় এবার চঞ্চল মাহমুদ এই সম্মাননা অর্জন করলেন। গত ২৮ অক্টোবর সকাল দশটায় ঢাকার শিল্পকলা একোডেমিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কাছ থেকে এই সম্মাননা অর্জন করেন চঞ্চল মাহমুদ। অনুভূতি প্রকাশ করতে গিয়ে চঞ্চল মাহমুদ বলেন, ' একজন শিল্পী নিজের প্রতি তখনই তৃপ্ত থাকে যখন সে তার কাজের স্বীকৃতি অর্জন করে। স্বীকৃতি শিল্পীর কাজের গতিকে আরো অনেক বাড়িয়ে দেয়। বাংলাদেশ ফটোগ্রাফি সোসাইটি ( বিপিএস)-এর কাছে আমি কৃতজ্ঞ।' এর আগে ফটোগ্রাফিতে পেশাদারী যোগ্যতা স্বরূপ চঞ্চল মাহমুদ ১৯৯১ সালে অর্জন করেন লাইসেন্সিয়েট ডিগ্রী ও ১৯৯৩ সালে মডেল ফােটাগ্রাফিতে ব্যাপক অবদানের জন্য অর্জন করেন এসোসিয়েট ডিগ্রী। আলোকচিত্রাচার্য মরহুম এম এ বেগ-এর যোগ্য উত্তরসূরী চঞ্চল মাহমুদ ১৯৮১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। বিশেষত উল্লেখ্য , এর আগে দেশের বাইরের খ্যাতনামা পাঁচজন আলোকচিত্রাচার্য ও দেশের ভেতরের কামাল আহমেদ, শোয়েব ফারুকী, স্বপন সাহা, নাফিস আহমেদ নাদভী ও শাফিকুল আলম কিরণ সম্মানসূচক ফেলোশিপ অর্জন করেন।