অবলা জীব যে পরিস্থিতিতে অবোধ্য চিংকার করে ওঠে, সেখানে মানুষই একমাত্র প্রানী যে ধ্বনির পরে ধ্বনি, শব্দের পরে শব্দ বুননে ভাষার শরীর গড়ে তোলে- নানান আঙ্গিকে মনের অজানা ভাবের প্রকাশ ঘটায় ভাষা তাই এক অনবদ্য সৃষ্টি বিশ্বব্যাপী এমন হাজারো ভাষার ভীড়ে বাংলার অবস্থান আবার অনন্য যে ভাষায় কথা বলবার জন্য মানুষ অকাতরে রক্ত দিয়েছে, সেটিকে বিশেষ স্থান না দেয়ার যৌক্তিকতা কোথায়? অথচ, সে বর্ণমালাই আজ বড় দুঃখিনী তাকে ‘নিয়ে খেঙরার নোংরামি’, তাকে ‘ঘিরে খিস্তি-খেউড়ের পৌষমাস’!

আবার, মানুষ সরাসরি যা দেখতে পায় না, বিজ্ঞানের আধুনিকতম প্রযুক্তি তাই দেখতে সাহায্য করে এর নাম মিডিয়া অথচ, পূঁজিবাদ, সম্রাজ্যবাদ আর ক্ষমতালিপ্সার নির্লজ্জ লেজুড়বৃত্তি করে করে আমাদের মূলধারার মিডিয়াগুলো নিজেদেরকে পঙ্কিলতার সর্বনিন্মস্তরে নিয়ে গিয়েছে- সাধারণ বঞ্চিত মানুষগুলোর কথা বলবার এবং শুনবার সব দুয়ার প্রায় বন্ধ করে দিয়েছে ফলে, এখন হতেই যদি একটা সুস্থ স্বাভাবিক বিকল্প মিডিয়া তৈরীতে আমরা ব্যর্থ হই, পরবর্তী প্রজন্মের যাওয়ার জায়গা থাকবে না চারপাশে আজ অস্থিরতা- বন্যা, মহামারী, রক্তের হোলিখেলা, যুদ্ধ, আগ্রাসন।

এরকম পরিস্থিতিতে, সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলা ভাষায় আন্তর্জালিক দিনলিপি-
আমরা করবো জয় ওয়েবের পদযাত্রা শুরু হয় অল্প কিছুকালের মধ্যেই কম্যুনিটি ওয়েব হয়ে দাঁড়ায় আমাদের বিকল্প মিডিয়া কিন্তু, এর পরপরই বাঙালির একাই একশ কিন্তু একশজন মিলে এক না হওয়ার সেই শতাব্দীপ্রাচীন আত্মঘাতী প্রবনতার পালে হাওয়া লেগে ঠিকই দ্বিধাবিভক্ত হয়ে ওঠে বাঙালির ওয়েব দুনিয়া।

না আমরা এমনটা চাই না, আমরা চাই মায়ের ভাষা বাংলা ছড়িয়ে পড়ুক দুনিয়া জুড়ে তাই, আমাদের দৃপ্ত শ্লোগান, “বিশ্বজুড়ে বাংলা ভাষা  কেননা, ‘
আমরা করবো জয় ধর্ম-বর্ণ-লিঙ্গ-রাষ্ট্র নির্বিশেষে সকল বাংলাভাষাভাষীর ওয়েব’ এ লক্ষ্যেই সারা দুনিয়ায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা কোটি কোটি বাঙালিকে দল-মত-নির্বিশেষে আমরা এক মঞ্চে এনে দাঁড় করিয়ে দেবার প্রায় অসাধ্য অথচ অত্যন্ত প্রয়োজনীয় কাজটি সেরে ফেলতে চাই তথাকথিত সুশীলতা, উন্নয়ন, প্রগতির নাম করে প্রতিনিয়ত চলমান দ্বিচারিতা থেকে বেরিয়ে এসে এক নতুন দিগন্তের সূচনা হোক এখান থেকেই এখানে স্মরণ করিয়ে দেয়া ভাল যে, রাষ্ট্র হিসেবে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, ইতিহাস, ঐতিহ্য, অসাম্প্রদায়িক চেতনা এবং এর ভৌগোলিক অখন্ডতার প্রশ্নেই কেবলমাত্র আমাদের অবস্থান আপোষহীন।

স্বাভাবিক বিচারে ছা-পোষা গুরুত্বহীন মানুষ, যাদের বলার আছে অনেক কিছুই; দেশ নিয়ে, সমাজ-সভ্যতা নিয়ে যারা একটু-আধটু ভাবেন, কিন্তু অন্যকে সে কথা শোনানোর কিংবা ভাবনাগুলোকে অন্যদের মাঝে ছড়িয়ে দেবার সামর্থ্য নেই- তাঁদের জন্য আমরা একটি অনন্য সাধারণ মুক্তির বার্তা বয়ে আনতে চাই আমরা আজ নিজেদের কথা বলতে চাই সহজেই অর্থ লোলুপতার ফাঁদে 'এথিক্স' নামের আরাধ্য শব্দটিকে বিসর্জন দিয়ে আমাদের মিডিয়া যেভাবে আমাদের মন-মস্তিষ্কের উপর প্রভাব বিস্তার করে চলেছে অবিরত, সেখান হতে চিরতরে বের হয়ে আসতে চাই।

আমাদের এই সব চাওয়ার সাথে পাওয়ার মেলবন্ধনের মধ্য দিয়ে যে অনিঃশেষ পথ চলা শুরু হলো
আমরা করবো জয় ওয়েবের, তারই ধারাবাহিকতায় এই প্রানের বর্ণমালা আর দুঃখিনী রইবে না দুঃখ ঘুঁচিয়ে দেবার এই অন্তঃহীন মিছিলে আপনাকেও জানাচ্ছি সাদর আমন্ত্রন কথা দিচ্ছি, আপনিই হবেন এই ওয়েবের হৃদস্পন্দন।